****
গোয়াল  ভরা দুধেল গাভী
গোলায় ভরা ধান
হারিয়ে গেছে আমার মায়ের
সুখের দিনের গান ।


সবুজ ঘেরা গাছ গাছালি
পুকুর ভরা মাছ
হারিয়ে গেছে বাংলামায়ের
মন মাতানো সাজ ।
পাখির কাছে ফুলের কাছে
বলেছিলাম আমি
আমার মায়ের বেনারশি
কেমন ছিল দামি ?


কেমন ছিল আমার মায়ের
সবুজ ভরা বন,
গাইতো কেমন পাখ পাখালি
নিত্য সুখের গান !


বলল হেসে গোলাপ জবা
বলল বনের মালী,
কোথায় পাব সেসব কথা
ইতিহাসের ডালী !
তোমার মায়ের পান্ডুলিপির
ভুলে গেছে কালী ।


প্রজাপতি কুঁড়ির কাছে গিয়েছিলাম ফের
আমার মায়ের রুপের কথা বলনা ভাই ঢের ;
রঙ্গীন ডানার প্রজাপতি
বলল হেসে থামি
তোমার মায়ের রুপকাহিনী
হিরের চেয়েও দামি
তারই লোভে চলছি ছুটে-
আমরা আগামী ।।