সেদিনের মত আজো রাত যায় দিন আসে
দুপুর গরিয়ে বিকেল হয়
তার পর দুরু দুরু পায়ে রক্তিম সূয্যটা ও ছুটি নিয়ে যায়


আজো চাঁদ উঠে তার স্নিগ্ধ আলো নিয়ে
উঠোনের শিউলি তলায় ঝরিয়ে অগনন  শিউলি
কোকিল ডাকে এক বসন্ত থেকে আরেক বসন্তে
সেই কবেকার ধরলা-সানিয়াযান নদী তার প্রেমাক্ত যৌবন নিয়ে
নিরন্তন ছুটে চলছে ছল-ছল-ছল


আজো বাড়ীর পাশের সজনে গাছটার ডালে
মনের সুখে নাচে দু'টি জোড়া শালিক
সেই বিকেল; সেই কুসমিত সূয্য তারপর মায়াবী রাত
কবেকার সেই কোকিলের ডাক ,বুনো হাঁস গুলোর জলকেলি


সেই যে শিউলি তলার ঝরে পরা শিউলির পাঁপড়ি
সব ;সবই আছে ঠিক আগের মতই
তবু কত দুস্তর ব্যবধান তোমার আমার


কল্পনার প্রজাপতি সারাটা দিন উড়া উড়ি করে তোমার সপ্ন সুখের আঙ্গিনায়
কি খুজ ?কাকে চাই এমন হাজারো প্রশ্ন
আমি তো লা জবাব প্রায়
নিরব নিথর স্থব্ধ !
কবে কোন কালে ভুলে গেছি যেন পৃথিবীর সকল ভাষার শব্দ


কে যেন আমার অজান্তেই ফিসফিসিয়ে বলে "দাও ফিরিয়ে দাও আমার অতীত"
অতীতের মোহে আজ আমি পিপাসিত প্রাণ


এ পৃথিবীতেই তুমি আছ আমিও আছি
ঠিক ঠাক সব আছে আগের মতন
তবুও এক সাগর দুস্তর ব্যবধান