"রূপসী বাংলা"

(৬+৬+২ মাত্রা বৃত্ত ছন্দে রচিত)
রচনাকালঃ ১২/১২/২০২০

রচনায়ঃ প্রফেসর ড. মোস্তফা দুলাল
পিএইচ. ডি. (ঢাকা বিশ্ববিদ্যালয়)

রূপসী বাংলা - পুষ্প সুধায় - ভরা,
আঁচল ছায়ায় - থাকছি সবাই - মোরা,
তোমার রূপের - ছটায় আত্ম - হারা।

সারাদেহে আঁকা - হাজার নদীর - ধারা,
মেঘের ভেলায় - রোদের খেলায় - মোরা,
তোমার রূপের - ছটায় আত্ম - হারা।

হাটে ঘাটে মাঠে - হাওয়ায় ভাসি -  মোরা,
রাতের বেলায় - তারার মেলায় - ঘোরা,
তোমার রূপের - ছটায় আত্ম - হারা।

মায়া ডোরে বাধা - স্বপন সায়রে - মোরা,
পাখ পাখালির - গানে নিমগ্ন - মোরা,
তোমার রূপের - ছটায় আত্ম - হারা।

এমন দেশটি - কোথাও পাবেনা - তোরা,
এযে মা জননী - গরবে হৃদয় - ভরা,
তোমার রূপের - ছটায় আত্ম - হারা।