"কফিন বন্দি কবর"
(স্বরবৃত্ত ছন্দে রচিত)


রচনায়: প্রফেসর ড. মোস্তফা দুলাল
কবি, গীতিকার ও অথর


চাঁদ সুরুজ আর গ্রহ ঘুরছে স্বীয় অক্ষ ধরে
মানব ক্ষেত্রে ঘটছে ব্যত্যয় এ ধরণীর 'পরে।
মানুষ কিন্তু জন্ম নিচ্ছে সারা ধরার 'পরে
মনুষত্ব জন্মেনা আর ধরার কোনো ঘরে।


সততা আর বিশ্বাসটারে খুঁজতে গিয়ে দেখি
আসন পেতে বসে আছে অবিশ্বাস আর মেকি।
হকদারের হক আদায়র খোঁজে গেলাম হকের বাড়ি
হক বেহকের দ্বন্দ্বে হকসাব গেছেন বাড়ি ছাড়ি।


ইন্সাফেরা আছেন বন্দি বেইন্সাফের ঘরে
ঋণ খেলাপি ঘুরছে সেথায় ওয়াদা ভঙ্গ করে।
সুন্দর সাম্যের শেষ কফিনে মারছে পেরেক জোরে
অসুন্দর আর অসাম্যের ঢেউ বইছে ঘরে ঘরে।


এবার তবে হাজির হলাম আমানতের দোরে
খুললো দুয়ার খেয়ানত ভাই মাথা উঁচু করে।
দিলাম কলটা অধিকার ভাই কোথায় কেমন আছে
বললো ভাইরে মুখে তালা আজরাইল আছে কাছে।


কি আর করা বিবেক মিয়ার নিলাম শেষে খবর
মৃত্যু ঘটায় জুটেছে তাঁর কফিন বন্দি কবর।


করলে নঙোর মনুষত্ব মানবতার ঘাটে
সত্য সুন্দর সাম্যের ঢেউ জাগবে হৃদয় মাঠে।
সমাজ সংসার সুন্দর হবে সব মানুষের ঘরে
শান্তির পায়রা ওড়বে তবে সবার মাথার 'পরে।


ঢাকা / ০১-০৪-২০২৪