সকালে একতলা হয়ে
দুইতলার সিঁড়ি বেয়ে
তিনতালার ছাদে উঠছিলুম,
হৃদযন্ত্রের চঞ্চলতার সাথে
ফুসফুসও লাফিয়ে উঠছিল,
সিঁড়ি ঘরের বন্ধ বাতাস
গরম হয়ে উঠেছিল-
এক অস্বস্তিকর পরিবেশ।
আমি গ্রিলের জানালা খুলে দিলেম,
এক বলকা পশ্চিমী ভেজা ঠাণ্ডা বাতাস
আমার শরীর, মন ও পরিবেশকে
সহজ করে তুলল।