কিগো! তুমি অমন জোরে হাঁটাও কেন
দেখনা কেমন হাঁপসে উঠি;
তুমি কেমন যেন খেয়াল রাখনা;
একটু ধীরে চললেই তো তোমার সাথে হাঁটতে পারি।


ঠিক বলেছ, আমারও তো সেই কথা!
কিন্তু বলতে পারি কি আমার প্রিয়কে একটু ধীরে হাঁট!
সম্মুখে চলছেন তিনি আপন খেয়ালে;
তাঁর সাথে চলতে গিয়ে যেন দৌড়ে হাঁটি, হাঁপসে উঠি;
দূরত্ব যখন খুব বেড়ে যায়, দেখি
আপনি দাঁড়ান হেসে,
কখনও বা হাঁক দেন তিনি আমার দিকে চেয়ে।


তুমি যেমন আমায় স্বামী মান-
তেমনি আমার তিনি;
তাঁর সাথে চলতে গিয়ে, যতই বাড়ুক আমার গতি
তাঁকে কি ছুঁতে পারি?
তাঁর তালেতে মিলাতে তাল, এক ছন্দ অনুভবি।


চলার পথে এই ব্যবধান বাড়ায় জীবন গতি
নিশ্চিত আমি যতই হাঁপাই, রাখবেন সাথেই তিনি;
অনুগতের সঙ্গ ছাড়া, সাঙ্গ হবেনা তাঁর জীবন লীলা
তোমার সঙ্গে নিয়ত যেমন হাসি কাঁদি করি খেলা।