লতা! তুমি, তোমা থেকে শ্রেষ্ঠ বলিষ্ঠ বৃক্ষকে জড়িয়ে ধর,
যেন সে তোমাকে সহজেই বহন করতে পারে।
দেখবে তুমি উর্দ্ধগামী হয়ে বেড়ে উঠছ।
এটাই তো তুমি চাও, এটাইতো তোমার জীবন-ধর্ম।
যদি সম্ভব হয় সেই বৃক্ষকে সঞ্জীবনী সেবা-সুধায় সঞ্জীবিত রাখ।
এই স্বতঃষ্ফুর্ত দেওয়া নেওয়ার মধ্য দিয়েই
দীর্ঘ দিন বেঁচে থেকে জীবনকে উপভোগ করা যায়।
কেবল দেবো, নেবো না, কিংবা নেবো, দেবো না,
এই ভাবে কাউকে আপন করা যায় না।
তবে হ্যাঁ, দেওয়ার ভাব প্রধান হোলে পাওয়া আপনি আসে,
অনেকটা কপালভাতি প্রাণায়ামের মত।
তবে নেওয়ার ভাব প্রধান হোলে
অন্যের কাছে আপন হওয়া যায় না।
এমন চর্যাযুক্ত চলনে চললে
প্রাণবন্ত হয়ে সদাই পত্র-পুষ্প, বীজাধারের শোভা নিয়ে
লাবণ্যময়ী থেকে সকলকে আনন্দ দেওয়া যায়।