অ আ ক খ বর্ণমালার নানা বর্ণ
ভিন্ন স্বরূপে যেন, বর্ণমালার রত্ন।
নানা ভাবের প্রকাশে তারা করে শব্দ সৃষ্টি
নাই বিরোধ পরস্পরে কেবল রচনায় দৃষ্টি।
নানা ভাষার নানা বর্ণ, ধরে ভিন্ন গঠন
অন্তরাসী মন খুঁজে পায়, সমভাবের কম্পন।
ভাষাতো মাধ্যম কেবল করতে ভাবের প্রকাশ
নানা শব্দের সমবায়ে তারই করে বিকাশ।
কটু ভাষা, কটু শব্দ, কটু ভাবের পরিচয়
সমৃদ্ধ ভাবের ভাষা, ঝঙ্কারে মন্ত্রময়।