মাটির দেওয়াল, খড়ের ছাউনি
অভাবের সংসার
পাঁচ - সাত বছরের ছেলে রিপন, স্ত্রী কমলাকে নিয়ে
মুখভারি সংসার

রিপন ছবি আঁকে ভালো
সে সারারাত জেগে
ছবি এঁকেছে

একটা দালান, একটা লোহার জানালা
আর একটা তিতির পাখি।

আসলে এখানে দালান বাবা
জানালা মা
আর তিতির পাখিটি স্বপ্ন
আর রিপন?
রিপন আর কেউ নয়
পাড়ার এক তরুণ কবি
হয় তোমাদের না হয় আমাদের।