নিদ্রায় পেরিয়েছি গেলাক্সি গড়া,
শূন্য মায়া নক্ষত্র পিঞ্জ।
কত ধুমকেতু আর গ্রহ ধারা,
ছুটেছে প্রদীপ বেগে।
সেই আপেক্ষিকতায় থেমে যায় সময়।
বাস্তব যায় বেকে।
দৃষ্টি মেলেই শূন্যতাই থেমে যায় পথ।
বুঝার কাম্য আসে,আলো আলোরি রব।


ওসার এই মূল্য বুঝার,
অমূল্যতে ঠেকে যায়।
সময়টা যখন বয়ে যায়,
অনন্তকূল ঠিকানায়।