আলো,
নিস্তব্ধ প্রকৃতি ভাষ্কর তীব্র কিরণ।
শান্ত বিকেল স্বন স্বন মৃদু হাওয়া।
অনুভূতির ছোয়া পুষ্পের ধূল।
এককীভূত সব অন্যরকম সৃষ্টির কূল।
ব্যস্ত পতঙ্গ, প্রজাপতি আহরণ মধু
অনড়বর প্রতিফলক দীপ্ত জলাধীর সমুদ্র।


রঙ্গের সৃষ্ট ধারা,রং তুলি ছাড়া দূর নীলিমা।
পাখির ডানা মুক্ত আবেশ তৃপ্তময় অভিলাষ।
দুয়ে দুই পূর্ণতা,এরি মাঝে বাস।


আঁধার,
আলো ছাড়ি অন্ধকারে একটু নামি।
দিগন্তে দৃষ্টি রাখি,ভাবনাই ভাবি।
অগনত ক্ষীণ তারা,দূরত্বের জলধারা,অপেক্ষমান।
ইন্দুরাণী আসবে,দিবাকর আলো বহমান।


ভূপৃষ্টে তারার মেলা,ঝুঁনাকির আহবান।
মাটির বুকে উল্লাসিত ঝিঁঝি পোকার গান।
একতরে অন্যের আভা,এই স্বর্গদ্যান।