তুমি ছিলে যখন।
বসন্ত ছিল তখন।
চারো দিকে ছিল পুষ্পের উদ্যান।
পাখিরা গাইতো গান।
ভ্রুমররা নাচত সূরে।
প্রজাপতিরা আঁকতো উপমা,
ডানার তুলি দিয়ে।
********************
আজ তুমি নেই।
তাই বসন্তোও নেই।
নেই সেই গান গাওয়ার পাখিটি।
ভ্রুমর আর প্রজাপতিটিও নেই।
আজ আছে আঁকাশের গর্জন।
বাতাসের তুমুল ঝড়।
সমুদ্রের উত্তাল ঢেউ।


*আজ তুমি নেই।
তাই আমি নেই।
আছে শুধু নিঃসঙ্গতাই থাকা এক পরাজিত পথিক,,,,,বিষন্নতাই!!!!