তোমায় দেখেছি ভাগ্যের আয়োজনে,সাজানো এক প্রদীপ্ত আলোয়।
কোলাহলের অজস্র ছায়ায়।
খুজে নিয়েছি অনন্তমায়ায়।


তোমায় দেখেছি অগনত তারাই।
আমার নশ্বরের আদিত্য আভায়।
তুমি জোছনা আমার তিমির ধারায়।
প্রভাকরের ঘুমন্ত সভাই।


তুমি রবি আমার বরবধূর।
তুমি সত্যি আমার দেববাসুর।
তুমিই শূন্যতা তুমিই পূর্নতা।
তোমার তরেই আমার উদ্ভাসতা।


+তোমায় দেখেছি থেকে প্রত্যয়,
তুমি আসবে।


আজ আমি উন্মাদ,
তো তোমার নিসর্গে ফুটা পদ্মে।
বিচরণ,তোমার প্রসূন্য শ্রী অধরে।
অনিলে ভাস্বরিত আমি তোমারি কলকন্ঠে।


আজ আমি উৎসুকে দিশেহারা,
তুমিহীনা নিঃসঙ্গতায়।
বিষন্নে গভীর চিত্তে আনমনায়।


আজ অশ্ম নয়ন শূন্য তীরে।
চৈতন্যে তোমার প্রতীক্ষায়!
তুমি আসবে,তুমি আসবে।
সেই ধীর প্রত্যয় আমার।