কে তোমায় পাঠিয়েছে এই পৃথিবীর বুকে।
জগতের সকল রূপটাই তোমারি কোলে।
তোমার বুকেই ফুটে উঠে ইন্দ্রধনুর রংটা।
এক পলাশ বৃষ্টির পর দেখি তার ঝাপটা।
হাসো যখন ভাবি তখন,তুমিই শুধু পূর্নতা।
তবুও কেন কেদে তুমি দেখাও তোমার শূন্যতা।
সকাল থেকে সন্ধায়,দেখি তোমার রূপটাই।
মনে মনে ভাবি আমি তোমার রূপের শেষ নাই।


ভাস্বরিত শুভ্র জলধিরগুলোর শ্রী দিনের আলোই।
সন্ধাই গোধুলি জোছনা রাতের আলোয়।
পাথারে তোমার প্রতিচ্ছবি আমার নয়নে তুমি।
তুমি আছো পুরো পৃথিবী জুরে হয়ে রং তুলি।
তবুও তোমার নেই যে বরাই আমি তা যানি।
তুমি যে সকল সৌন্দর্যের রাণী।