অনন্তময়ী মায়ার চাদরে;
যার বুকে প্রাচুর্যে ভরা উপমা।
হিমালয় থেকে সমুদ্রের গভীরতায়;
শিশির বিন্দু থেকে পাথারের বিশালতায়;সৌন্দর্যের প্রতিমা সৃষ্ট যার ধারায়;
সে চীর পরদাতা ধরণীশ্বর।
তার বুকেতে জীবন আশায়।
বাসা বাঁধে হাজারো প্রাণ।
প্রয়োজনের অধিষ্ঠে গড়ে উঠে,
ভাষার ভাষা।
বোধগাম্যতার হাত ধরে উদ্ভাসিত হয় নতুন শব্দের।
পরিবর্তন হয় ভাষার সূচনা।
এইভাবে এক সময় বুঝতে পারি প্রকৃতির ভাষা।
বুঝতে পারি;
নশ্বরের এক একটি উপমা,
এক একটি ভাষা।
আর তাই আজকের এই,
'অতঃপর কাব্য ভাষা'