অবুঝ মূহুর্তের কিছু কোয়াশাই ভরা আশা।
ছায়ালোকের সীমাহীন প্রান্ত পেরিয়ে।
দূর্গম যাত্রার মুক্তির নিঃশ্বাসের ভাষা।
তৎক্ষণাৎ ভয়ংকর শব্দের তোল।
চারদিকে ঝাপসা ছবির দৃশ্যপট।
যেন এক বিভীষিকাময় ছন্নহীন পথ।


নিস্তব্ধ নীরবতা স্থিমিত পূর্বাশা।
একাকীত্ম বাস্তব সত্য কিরণ প্রভা।
ত্রিভূবনে তিমির রাত্রি অবহমান কাল।
অসম্ভব্ত সবি, চারদিকে ঘ্রাসের ঢাল।
হর্ষের নিমজ্জিত মৃত্যু,বিষাদের ঢল।
কোটি বিষাদের আজ মাথাচরণ,
এই অসম্ভব্ত ঘটন!!


মানব জাতি বুঝিবার সময়,
বিশাল অবিশাল সবি অমরণ।
ময়ূখমালির অসমাপ্ত শিখা,
অপূর্ণতা,,পূর্ণতাই এর ঠিকানা।