তোমার গল্প অপ্রত্যাশিত,
আকাঙ্খাই মৃষ্ট তূল্য তিক্ততা।
আমার মেঘনায় যে তুল্য পানি,
তোমার অঙ্গনে তা অসহনিয় ।
আমি বুঝতে হাড়িয়েছি,
তাই পাথার খুজেছি আজ,
নিজেকে সপে দিবো বলে ।
আমি চিনিনি আমার পদ্ম,
যে প্রাপ্য আমার কাব্য ।
লিখিনি সন্ধার কবিতা ,
হাতছানিতে যার অমৃত মধূর তৃপ্ত ।
আবেগ প্রতারিত মন অনেক চাই ,
বুঝে আবার না বুঝেও চাই।
অনেক বেশি আজ কিছু হকনা অল্প,
আমি তোমাকে খুজছি হে আমার পদ্ম ।