* সৌন্দর্য ও মানুষ *
কলমে -ডঃ উৎপল গিরি


অনুভূতির পাতায় ঝিনুক
কুড়িয়ে মালা গেঁথে নিয়ে
  চললাম ; অজস্র বিকাল ।


বরফসম সমুদ্র ফেনা
শ্বেত তপ্ত সর্প রেখায়
  উথলে এসে,গর্বে ,
অভিমানে ভারত মাতার
চরণ স্পর্শিল।


কুলভাঙ্গা ফেনার কোলাকুলি
দেখে চক্ষু বিদীর্ণ করে
   সীমাহীন কুল খুঁজি।
  দেখি,মোহনায় কোমলমুখী  
  জল তরঙ্গ বিদ্যুৎ রাজি।


ফিরে আসি ;
ঝাউয়ের শব্দে মন লাজে
  কোন অদৃষ্ট ছলনায় ।
  সন্ধ্যা লগ্নে লাবণ্যময়ী
  প্রকৃতি প্রেমে বলি -
সৌন্দর্য ঠিক মানুষ ভুল।