*** সাথী ***
কলমে- ডঃ উৎপল গিরি

সেই তো আবার এলে
মলিন বিবর্ণ মুখে
অপরাহ্ণের ঝাপটায়
সব শেষ করে।

আজ, নেই বসন্তের আবেশ
মধুঝরা ফাল্গুনী
নেই শ্রাবণী পূর্ণিমা
আছে ধূসর মরুভূমি।

তারই মাঝে---------
11/07/2004