মানবিক দেয়ালে ঠুকে দিল পেরেক
ধর্মের বিছানায় মত বাদ হরেক


রক্তে ভিজে গ্যাছে পূর্ণিমা চাঁদ
ধর্ষিত হয়ে গ্যাছে অনাগত রাত


আবার আসবে কবে নতুন ভোর
দাঁড়িয়ে থাকিস, দরজা খুলে তোর...


হাড়িয়ে গ্যাছে যত নিশ্চুপ ঘুম
লিফলেট, ব্যনারে অপরাধী চুম


কিশোরীর পোষাকে পুরুষের পাপ
লাল টিপে লেগে থাকা আজন্ম অভিশাপ


আবার আসবে কবে নতুন ভোর
দাঁড়িয়ে থাকিস, দরজা খুলে তোর...


গণিকার বিছানায় প্রগতির শিক্ষক
তোষামোদে খোশ আমেজে সরকারি রক্ষক


পেট বেচে বেঁচে আছে সামাজিক পাপিরা
ডাস্টবিনে হারিয়েছে স্বার্থের দাবিরা


আবার আসবে কবে নতুন ভোর
দাঁড়িয়ে থাকিস, দরজা খুলে তোর...


সাদা কালো করিডোরে নির্বোধ সুধীজন
(মৃত্যুর কেদারায় বার বার দোল খায় মূর্খ জনগণ)
বেঁচে আছি, ভালো আছি; করতালি দিয়ে বলি
আমরা জনগণ


আবার আসবে কবে নতুন ভোর
দাঁড়িয়ে থাকিস, দরজা খুলে তোর...