(১)

" তুমি যখন আসবে, প্রতীক্ষা গুলো ক্লান্ত হয়ে ফিরে যাবে যে যার ঘরে।
হাসনাহেনা গুলো গন্ধ হারিয়ে ডুবে যাবে মন খারাপের সমুদ্রে।
শুধু আমি বসে থাকবো ঝরা পাতার স্পর্শ বুকে নিয়ে,
এক মুঠো ভালোবাসার অপেক্ষায়। "

                                (২)

" তুমি দুঃখ পেও না।
কারণ দুঃখ গুলো আমাকেই ভালোবাসে। "

                           (৩)

আমরা যারা কাব্য লিখি
দুঃখের রংএ সুখ কে আঁকি
নরম আঁচে হৃদয় রেঁধে
কাগজ প্লেটে সাজিয়ে রাখি।।

             (৪)

মাথার বালিশ স্বপ্ন দেখে
চোখের জল দেখে না
নিশুতি রাত কান্না মাপে
মনের ছবি আঁকে না।।