আমি চালাই ভ্যান গাড়ি,
যশোর জেলায় আমার বাড়ি।
রাস্তার বুকে চালাই ভ্যান,
ঘরেতে নেই ঝুলন্ত ফ্যান।
পরনে থাকে জামা লুঙ্গী,
দেখতে নেই কোন ভঙ্গি।
পায়ের চাপে ঘুরাই চাকা,
রাস্তাগুলো সবি পাকা।
গা দিয়ে ঝরে ঘাম,
লোকে দেয়না মোদের দাম।
চোয়ালে মুখে ওঠে দাড়ি,
চালাই আমি ভ্যান গাড়ি।


৩০/০৫/২০১৭
রচনা কাল
হাজরাকাটি, বেগমপুর, মনিরামপুর, যশোর।