কঠিন কঠিন ছড়া লিখি অনুপদ্য,
হাঁকাহাঁকি করে লিখি ফাটাফাটি গদ্য।
মনে আসে যা তাই লিখিফেলি তখনি,
মোবাইল ফোনে দিলো শিউলী বকুনি।
ঢালী লিখি হালিহালি ইঁদুরের কিচ্ছি,
লিখেলিখে নিজেনিজে হাতে তালি দিচ্ছি।
শিউলী শাহিদুল হরদম লিখছি,
জানিনা তো  লিখেলিখে মোরা কি শিখছি?


ডানা মেলে আকাশে ওড়ে পাতিহাঁস কি?
সোহেলের ছড়া পড়ে লেগে যায় টাস্কি।
সকলেই ভাল লিখি করবো না তুচ্ছ,
লোকে মোদের সম্মান করে একগুচ্ছ।
দুটি পায়ে হেঁটে চলি কত কিছু শিখি,
সাতক্ষীরা শহরের  একঝাঁক লিখি।