নতুন শিশু মায়ের কোলে,
     খুশিতে মনের দোলনা দোলে,
পায়ের হাঁটুর মালার উপর তুলে রেখে।
      চাঁদের ছবি কপালে এঁকে,
       আঁচল তলে রাখে ঢেকে,
অবাক মনে দুই নয়নে চেয়ে দেখে।
        কথা বলে গল্প করে,
       দুটি ঠোঁটে হাসি ভরে,
কল্প কাহিনী বলে পড়ায় তারে ঘুম।
     শুয়ে পাশে কিছুক্ষণ,
     মমতার অটুট বাঁধন,
চুপিচুপি উঠে চলে চোয়ালে দিয়ে চুম।
     অবশেষে ওঠে জেগে,
     কাঁদে বসে একলা রেগে,
সারাটা সময় কাটায় মায়ের পিছু পিছু।
    চোখের কোণে টলমল,
   ঝরে পড়ে অবিরল,
বলতে পারেনা কথা মুখে কোন কিছু।