রুপ বদল শুধুই উপমা
সোনার যৌবনের আদলে ভাঙনেরর মেলা


ফুটপথ পার্কে আসর জমায়


এক ঝটকানি দিয়ে রুপের ঝলকে ঝলশায়
বেজন্মা পতিতা বেশ্যা খেতাবে বাচে


বাচে অপেক্ষায় বালিশ বদলের
রক্তের ছোপ আর লেগে থাকে না
জাগে না নেশা।  অনুভুতি! শুধুই পেশা
স্বপ্ন বলতে নতুন পুজারির খোজ
দেবী শুধু অপেক্ষারত
প্রতীক্ষায় আজ অশুরের মৌহ বিসর্জনের


আরেকটা সকাল চোখের কোণে জমে থাকা জল মুছে
হ্যালোজেনের রাতে রাণী হয়ে দাঁড়ায় ফুটপথে
স্বপ্ন নাভিদেশ নয় কাধের উপরে জন্মে


তবু ব্যর্থকাম হাসনা হেনা সার্থপর এ জীবনের কাছে
রাত আরো কালো হয়
রুপ বদল শুধুই উপমা