লেখালেখি,অভিনয় আর সাংবাদিকতার সাথে রয়েছি প্রায় অর্ধযুগের বেশি। বাংলাদেশের স্থানীয় পত্রিকা সহ ভারতের সাহিত্য পত্রিকা দৌড় এ নিয়মিত লিখে চলেছিলাম। তবে আপনারা সকলেই হয়তো আমার মত উক্তিটা জানেন, কবিতা লেখে পেটের ভাত হয়না ঠিক, তবে মনের চৈতন্য ঠিক খুশি হয়। অনেকে বলেছেন একটা বই প্রকাশের জন্য। তবে ব্যাচেলার বেকারের এক কথা টাকা নাই পকেটে। আগেই যে বলেছি সাংবাদিক! আসলে প্রায় ফ্রিতেই কাজ করি। তবে কাজটা ঠিক করি।
আজ বই মেলার শেষ দিন হলেও আমি এবার বই মেলায় যায় নাই। আমি কেন জানি ভেবেছি নিজের বই প্রকাশ না করে বই মেলাই যাবো না।
জানতে চাই একটা কবিতার বই প্রকাশ করতে কি কি দরকার হয়? আর কেমন টাকা প্রয়োজন?
দয়াকরি এখানে অনেক জানা মানুষ আছেন যারা আমাকে সাহায্য করতে পারবেন।