প্রেম -প্রীতি ,ভালবাসা ,এই নিয়ে পথে আসা ,
জীবনের অভিনয়ে ,ভালবেসে - ভালবাসা !
পৃথিবীর রঙ্গমঞ্চে ,কত সঙ্ সেজে এলে ,
বারে বারে ,যাওয়া-আসা ,বলো তুমি কিবা পেলে ?
অভিনয় শেষ হলে , যে যার যায় চলে  ,
ভাল অভিনেতা হলে -শ্রেষ্ঠ কড়ি লয় তুলে !
প্রেমময় পুরুষবতার  ,শ্রেষ্ঠকড়ির অবতার  ,
বদন ভরে নাম গান ,কর মন  বার বার !
পরম পুরুষাকার ,যুগে যুগে যুগাবতার ,
'রাধাস্বামী ' নাম গানে,বহে অশ্রু বারিধার !
ভরিয়া বদন ,পান কর রাধানাম ,
'রাধা নাম' গানে তোলো ,ভবে প্রেমের তুফান !
ওপ নাম গানে ডুবে হইয়ে প্রেমে মুহ্যমান ,
ঐ 'রাধাস্বামী 'নাম জপ অন্তরে ,পাবে মোক্ষধাম !
"জয় রাধা " বোলে দু'টি বাহু তুলে ,ভাসো আঁখি লোরে ,
যদি পাবি চরণ তরী ,তবে বাঁধ গাঁটে কড়ি ,যাবিরে ভবপারে !
ওত ; ভূবন ভোলানো রূপ ,নেহারিতে নাহি পাই ,
এ মন মন্দির মাঝে , সেরূপ দেখিতে পাই  !
সেরূপ হেরিতে হলে ,ভালবেসে ডাকো তারে ,
"কৃষ্ণ প্রেমে পাগলিনী" ,রাধারানী পেল যারে !
"রাজরানী মীরা " পাগলিনী যাহার প্রেমেতে ,
গিরিধারী মজে ছিলেন তাহার প্রেমেতে !
শ্রী কৃষ্ণের অভিনয়ে নটী বিনোদিনী ,
ধন্য হল তার জীবন ,নটী অভাগিনী !
রামকৃষ্ণ পরমহংস ,অন্তরে জানিলো ,
গনিকার ঘরে জন্ম ,নটী সতী হল !
গিরিশচন্দ্র ঘোষের দলে বিনোদিনী ছিল ,
মহাপ্রভুর অভিনয়ে জীবন ধন্য হ'ল !
অভিনয় দেখে ঠাকুর বিগলিত হল ,
নটী বিনোদিনীরে  বুকে টানিয়া লইল !
তাইবলি কৃষ্ণ নাম বড়ই মধুর ,
যেই, করে কৃষ্ণ নাম ,সেই বড় চতুর !
রাধানাম গানে হওরে মাতাল ,
ঐ নামেতে হইয়ে বেহাল  ,
যে নামের মোহে জগৎ কাঙাল  ,
ঐ নামে তোল প্রেমের উত্তাল !
নামের গুনে খঞ্জ হাঁটে ,শীলা ভাসে জলে ,
অন্ধজনে দৃষ্টি পায় ,বোবায় কথা  বলে !
ঐ নাম জপ করে ,ডাকাত বাল্মিকী ,মুনি  হ'ল ,
"মরা মরা "উচ্চারনে রামনাম এলো !
হেন এই মধুর নাম জন্ম জন্ম নিলে ,
মনুষ্য জীবন উদ্ধারিবে অন্তিমের কালে !


          ************


১২ /১০ /২০১১ ,বুধবার
বসন্তপুর !