ভবের ভাব ছেড়ে ভাব ভোলানাথ ,
অন্তরের ভেতর ভাব ভৃগুর শ্রীপদ ।
ভেক ছেড়ে ভক্তি ভরে ভাব ভব ভয় ভঞ্জন ,
ভন্ডামী ভোল ভক্তি ভোরে ভাব ভবের  আরধন ।


ভক্তি ভরে ভাব ভবেশ ভূজগেন্দ্র ভূতপতি ,
ভক্তের ভেতরই বিরাজে ভূপতি ভবানী সতী ।
ভক্ত ভক্তিভরে ভাবে বিভোর ভদ্রাবতী ,
ভক্তের ডাকে ভগবান আসক্ত ভক্তিমতি ।


ভূ-ভূবন যাঁর নামে ভাসে নভঃমাঝে  ,
ভক্তের ভয় ভীতি ভবার্নবে ভুলায় সে ।
ভক্তের ভক্তিতে ভিজে ভূতনাথ থাকে পাশে ,
ভবানী ভবজায়া যার ভবেশ ভীক্ষারী বেশে ।


ভূতনাথ পতি যার ভবার্নবে ভয় কি তাঁর ,
ভূপেন্দ্র নাশয় ভয় ভূজঙ্গ ভূষণ গলে যাঁর ।
ভূজ পাশে ভূতনাথ যাঁর ভবরানী পত্নী যাঁর ,
ভীতি নাশে ভক্তিরসে  ভব ভীতি ভঞ্জন তাঁর ।


ভুলোনা ভবে ভোলানাথ ভক্তি ভরে প্রনিপাত ,
ভব ভয় নাশে ভূপতিনাথ ভবদ্বারা যাঁর সাথ ।
তুমি প্রভু ভবেশ হরি ভক্তিভাবে ভোলে ত্রিপূরারি ,
ভক্তিভরে ভাব ভূপেন্দ্রেরি ভেক ভন্ডামি ত্যাগ করি ।


         ****************
সন্ধ্যা - ৫ : ৩০ মিনিট !
১২ / ০৯ / ২৩ মঙ্গলবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।