হেমন্তেরি এমন দিনে
শুভদিনে শুভক্ষনে  ,
কে এলো মোর সদনে
চেয়ে দেখি মুখ পানে।
পূর্ণ তার দুই বছর
নয় সেতো ছোট আর ,
ঘরময় এধার ওধার
ছুটা ছুটি করে তোলপাড় ।
মুখে তার কত কথা
যেন পোষা পাখী তোতা ,
আধো আধো কয় কথা ।
কি যে কয় বোঝার নেই সাধ্য তা ।
খেলনা নিয়ে খেলে কত
দৌড় ঝাঁপ অবিরত ,
কথার  নেই মানে অত
বক বক কত শত  ।
কত যে তার বাহানা
ছোট্ট পায়ে আনাগোনা ,
খেলা করে মাণিক সোনা
একা একাই খেলে খেলনা ।
প্রভু তোমায় প্রনিপাত
তারে কর আশীর্বাদ ,
শিরোপরে রেখো হাত
এই মিনতি তব  সাথ ।


**************
সন্ধ্যা -- ৫ :০৫ মিনিট ।
০৮ /১১ / ২১ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।