( এক বেলা খেয়েও, সবাই স্বাধীন ভাবেই থাকতে চায় )


       মুক্ত কোরে দিলাম তোরে,
                    যারে পাখী উড়ে যারে ।
       যানা পাখী যানা উড়ে,
                    বেঁধে তোরে রাখবো নারে ।
       যাবিরে আপন নীড়ে,
                    মুক্ত ভাবে আকাশেরে ।
       তোর ছোট্ট দু'টি ডানা মেলে,
                    আকাশের ঘন নীলে ।
       উড়বি মনের আনন্দেরে,                                                
                    এপার  হ'তে আকাশের ওপারে ।
       সাগর, নদী, প্রান্তরে,
                    কত বন বনান্তরে ।
       বহুদূরে যাবি চলে,
                    সবকিছু দূরে ফেলে ।
       তুইতো বিহঙ্গ ওরে,
                    বুকে চেপে ধরি তোরে ।
       (মনে হয়) যাব চলে তোরই সাথে,
                    আকাশের ঐ প্রান্তরে ।
       (যেথা) নেই কোন রেসা রেসি,
                    (শুধু) মুক্ত দিগন্তে ভাসি ।
       উড়ে যাব তোর সাথেরে,
                    সেথায়, আনন্দে সাগর পারে ।
       থাকবি তুই আনন্দেরে,
                    যেথায়, তোর ছোট্ট নীড়ে ।
       স্বাধীন ভাবে উড়বি ওরে,
                    (হোথায়) কোন বাধা-বাঁধন নেইরে ।
       সুখী তোরা, ছন্নছাড়া,
                     ভয়মুক্ত, স্বাধীন তোরা ।
        স্বাধীনতা সবার বড়াই,
                    বন্ধন হীন মুক্ত তারাই ।
        তোরা ওরে, যানা উড়ে,
                    দূর হ'তে বহু দূরে ।
       পাখী তুই উড়ে যাবি,
                    ঐ দূর দিগন্তে নীল-নীলিমায়।
       সীমাহীন, সীমানায় ,
                    যেথা, গিরিবর হেলান দিয়ে আকাশের গায় ।
       শৈলচূড়া যেথায়,
                    আকাশের গায়,
       তরুরাজ উঁকি দিয়ে
                     তোর পানে চায় ।
       স্বাধীনতা চির সুখ ,
                     অনন্ত মহান  ।
       পরাধীনতা, হীনতা,
                    "মরণ" সমান ।।
           ++++©++++
বেলা -12 :20 মিনিট ।
22 /02/2017 মঙ্গলবার
ডেবরা ।