সুখের পায়রাকে শুধু সুখের সময় দেখা যায় ,
যতক্ষন সুখ তারপরে পায়রাও উড়ে পালায় ।


সুখের সময় নিজেই আসে বসে আস্তানায় ,
দুঃখের সময় এলেই পায়রা উড়ে পালায় ।


সুখেতে বন্ধু সম এসে বসে  শস্যদানা খায় ,
দুঃসময়ের দিন এলে সুখের খোঁজে আবার পালায় ।


ডিম পাড়ে ছানা হয় সুখে দিন কাটায় ,
দুঃখের দিনে এলেই ছানাকেও ছেড়ে পালায় ।


সুখের পায়রার মত স্বার্থপর আত্মসুখী মানুষ যত,
নিজ সুখ স্বার্থলাগি যেথায় সুখ সেথা যায় অবিরত ।


যতক্ষণ যেখানে বাস স্বার্থ সুখ সদাই করে আশ ,
স্বার্থসুখ আত্মসুখ ঘাটতি হলে ছাড়ে সে গৃহবাস ।


সুখ আনন্দ যেথা পায় সুখের পায়রার ন্যায় সেথা যায় ,
সুখভোগ আনন্দ লাগি এবাড়ী ওবাড়ী ঘুরে ঘুরে বেড়ায় ।


লাজ মানের নেই বালাই যেখানে খাবার গন্ধ পায় ,
রবাহুত অনাহুত সেখানে তৎক্ষনাৎ  পৌঁছে যায় ।


পায়রাদের তাড়ালে ভয় পায় অন্যত্রে উড়ে পালায় ,
স্বার্থপরেরা লজ্জাঘৃনা ত্যাগ করে দু'কান কাটার মত খায় ।


মান সম্মান নাই বালাই যতই যে যা বলুক কানে যেন শুনে নাই ,
ভাল ভাল খাবার পাবে যতদিন সে সেই স্থান ছাড়বে নাই ।
              ************
সন্ধ্যা - ৫ : ১০ মিনিট !
১০ / ১০ / ২৩ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !