মনোহারী ,গিরিধারী ,মদনমোহন ,
কৃপাময় - করুণা কর ওগো নারায়ণ !
ধরা'পরে বিচ্ছেদের ,বিভেদের বাণী ,
অধর্ম ,অনাসৃষ্টি যত বিষাদের গ্লানি !
যত্র জীব , তত্র শিব ,করেছো বিধান ,
এবে হেন আনরূপ হেরি ভগবান !
কালরূপে ,খল ,হিংসা ,বাসা বাঁধে মনে ,
উবে যায় সব ধর্ম ,অধর্মের আগমনে !
দানাবাঁধে অপকর্ম ,করগো নিপাত ,
প্রেম ,প্রীতি ,ভালবাসায় ,হৃদয় ভরে যাক্ !
সৃষ্টির প্রাক্কালে তুমি ধর্মরে সৃজিলে ,
অধর্ম বিনাশ হেতু , অবতীর্ন হলে !
তুমি প্রভু দয়াময় ,ভক্তের অধীন ,
বাঁধা থাকো গৃহে তার ,তুমি চিরদিন !
গুহক চন্ডালে প্রভু কোল তুমি দিলে ,
নরসিংহ রূপ ধরে "কশিপু " বধিলে !
কংস ধ্বংস হেতু তুমি ,কৃষ্ণ অবতার ,
অহল্যা ,পাষাণী হইলে ,করিলে উদ্ধার !
নররূপী নারায়ণ ,রামকৃষ্ণ অবতার ,
অহিংসা পরমধর্ম , করিলে প্রচার !
কলিরে ত্বরাতে প্রভু ,কল্কি অবতার ,
সৃষ্টিরে রক্ষিতে তুমি আস বার বার !
বর্নিলে মহিমা তব শেষ নাহি হয় ,
নমি পদে ঘনশ্যাম ওগো দয়াময় !


            ********
১৯.০৪.২০১৬. বৃহস্পতি ,
বিকেল -  ৪:০০ , কলকাতা