সোনার তরীটি বেয়ে,কেগো তুমিএলে নায়ে,
"জীবন সমুদ্র" বুঝি যেতে হবে তরী বেয়ে ।
জনম লভিনু যবে জননী ক্রোড়েতে,
"জীবন সমুদ্রে" ভাসি উজানের স্রোতে ।
শৈশব জীবন ভাসে কূলের নাগালে,
কূলের নাগালে ভাসে কৈশরের কালে ।        
যৌবনে লাগিল জোয়ার সামাল সামাল,
মাঝ দরিয়ায় "তরী" কষে ধর হাল  ।
ফেনিল, উত্তাল তরঙ্গ আজি সমুদ্রের মাঝ,
উথাল-পাথাল ঢেউয়ে পাড়ি দেবে আজ ।
কষে ধর হালখানি, হইওনা চঞ্চল,
কূলেতে ভিড়াও তরী, করে সুকৌশল ।
মাঝ সমুদ্রেতে তরী না ভিড়ে কখনো,
কিনারায় এসেছে তরী, ভিড়াও এখনো ।
এপার হইতে তরী ভিড়িল কিনারে,
জীবন অন্তে চলে যাব ভবপারাবারে।