প্রেম সাগরে ভাসবো মোরা প্রেমের দরিয়ায় ,
ভালোবাসায় সিনান করে স্নিগ্ধ হবে মন তায় ।
সোহাগ সাগরে গা ডুবিয়ে খুশীর জোয়ারে ভাসি ,
মনের জানালা ধরে বলো তোমায় ভালোবাসি ।


হৃদয়ের দরজা খুলে বাসবো ভালো আমরা দোঁহে ,
ভালোবাসায় হারমানিয়ে বুকের মাঝে নিলো স্নেহে ।
পরিচয় পরিচিতি জীবনের ক্ষয় ক্ষতি বিচার না হয় ,
পরিনত পরিচয় হয় জীবনের শ্রেষ্ঠ প্রনয়ের পরিনয় ।


প্রনয় বন্ধন ডোরে বাঁধি দুটি মন পরিনয় ডোরে ,
কাটাবে দুটি হিয়া মন সারাটি জীবন অনুরাগ ভোরে ।
তুমি আমি দোঁহে মিলে করেছি অগ্নি সাক্ষি করে পণ ,
সুখে দুঃখে ভালো মন্দে কাটাবো মোরা সারাটি জীবন ।


থাকবো মোরা একসাথেতে কাটবে জীবন আনন্দেতে ,
সুখে দুঃখে খুনসুটিতে থাকবো মোরা দুজন সাথে সাথে ।
প্রেমের সাগর মন্থনেতে অমৃত উঠবে হৃদয় গগনেতে ,
সেথা ফুটবে কুসুম ভালোবাসার অথৈ নীল সমুদ্রেতে ।


আমরা দুজন চীরসাথী থাকবো জীবন জীবন সাথী ,
জীবনের সব ভালো মন্দ ভাগ করে নেবো আধাআধি ।


                ×××××××××××××××××××
দুপুর  - ২ : ৪৭ মিনিট ।
১২ / ০৫ / ২৩ শুক্রবার ।
কোলকাতা ।