পাষাণ হৃদয় গলেনা ভালোবাসায় ,
শুধু ভাবে কি স্বার্থসুখ পাবে সে কোথায় ।
নেই বিবেক না বোঝে ভালোমন্দ স্বার্থের
                                       নেশায় ,
স্বার্থছাড়া এদের না আছে মন্দ  ভালো
                            বিবেচনায় ।


এদের হৃদয়ে না আছে ভালোবাসা মমতা ,
এরা কেবলই খোঁজে খাওয়া দাওয়া আনন্দ কোথা ।
ওরা দেয়না স্নেহ মমতা প্রেম ভালোবাসার মর্য্যাদা ,
ওরা লোভ লালসা ভোগ সুখে  ব্যস্ত থাকে সদা ।


এদের না আছে লাজ লজ্জা আত্মসম্মানের ভয় ,
এরা না বুঝে স্থান কাল ব্যক্তি আত্মমর্য্যাদার ক্ষয় ।
এরা লোভ লালসা ব্যক্তিত্ব বেচে, নেই সম্মানের ভয় ,
এরা সবকিছু বিসর্জন দিয়ে পদে পদে অপমান হয় ।


দুই হাত দুই পা আছে কেবল এরা মানুষের অধম ,
আচরণে ব্যবহারে এরা হয় কেবল পশুরা যেমন ।
এদের না আছে বিবেক বিবেচনা, খাওয়া নেওয়া
                                            ষোলআনা ,
খাওয়া স্বার্থ কায়েম করে শরীর খারাপের বাহানা ।


সংসারের দায় দায়িত্ব কর্তব্য কোনকিছু বোঝেনা সেযে  ,
নিজের পরিচর্য্যা খাওয়া ঘুম স্বার্থ নিয়েই কেবল থাকে সে ।
নিজের ভালো মন্দ স্বার্থ সুখ ছাড়া বোঝেনাকো কোন কিছু ,
শয়তানের শয়তানি শুধু সর্বদাই তার ঘোরে পিছু পিছু ।


        ××××××××××××××××××××××××××
সন্ধ্যা - ৫ : ৪০ মিনিট  ।
০৮ /০২ / ২৩ বুধবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।