ক- কালিয় নাগের মাথায় নাচে কৃষ্ণ ,কালিদহের জলে,
খ- খোল করতাল বাজে ,হরি হরি বোলে !
গ- গোপাল গুণমনি মোর গোষ্ঠ লীলাকরে ,
ঘ- ঘনশ্যাম কৃষ্ণসখা ,মোহন বেনু ধরে !
ঙ- গাঙূর জলে গোপাঙ্গনা সবে জলকেলি কালে ,
চ- চতুর কৃষ্ণ,বসন চোর, বসন লয়ে কদম্বেরি ডালে
ছ- ছল ছল করে আঁখি ,করজোড়ে গোপীনিরা বলে ,
জ-  জ্বালাইও না নিঠুর কানাই ,বসন দাওফেলে  !
ঝ- ঝলমল করে দ্যাখো " রাধাকৃষ্ণে" নাম !
ঞ -ঞতে ম্যাওয়া ফলে সবুরে ,বিধির বিধান !
ট- টলমল করে দ্যাখো, উজানে যমুনা ,
ঠ- ঠমকি ঠমকি চলে গোপী- ব্রজাঙ্গনা !
ড- ডালে ডালে কুহু- কেকা ,বংশী বাজে বৃন্দাবনে ,
ঢ- ঢলে ঢলে  চলে শ্রীরাধা,শ্যামের বাঁশী শুনে !
ণ-  দারুণ বিরহ জ্বালা,রাধা সহিবে কেমনে ,
ত- তমাল ডালে রসিক নাগর,রসলীলা মগনে !
থ- থমকি ,থমকি,থির ত্রিভঙ্গ মোহন মুরারী ,
দ- দুঃখমোচন করেন হরি,দুঃখ মোচন কারী !
ধ-ধ্যানযোগে থাকেন রাধা, বাহ্যজ্ঞান হারা ,
ন- নয়ন পাশরিতে নারে , নাচলে নয়ন তারা
প- পঞ্চানন ,পঞ্চমুখে,নাম গান করেন,ত্রিপুরারি ,
ফ- ফুকারে,ফুকারে গায় ," জয় হরি শ্রী হরি "!
ব- বনমালী ,বৃন্দাবনে ,করলীলা গোপীসনে ,
ভ- ভয়ঙ্কর মূর্ত্তি ধর, হিরণ্য - কশিপু নিধনে !
ম- মদন মোহন ,,মথুরাতে, বাজাও মোহন বেনু ,
য- যতনে সাজায় যোশদা ,গোঠের গোপাল কানু !
র- রত্ন তুমি মা  যোশদার ,কেবল নয়ন মণি ,
ল- ললাট 'পরে অলকা তিলকা ,তন মধ্যমণি !
ব- বদন ভরিয়া গাও ,হরে কৃষ্ণ হরে রাম ,
শ- শয়নে ,স্বপনে জপ  ,জয় রাধা গোবিন্দ নাম !
ষ- ষড়ানন নাম তব ,ধর ষষ্ঠ শির ,
স- সত্যনারায়ণ তুমি হও মাণিক পীর !
হ- হরি তুমি বাস কর ,গোলকে ,বৈকুণ্ঠে  ,
ড়-নিংড়াইয়া হরিরস,বল সদা কণ্ঠে !
ঢ়- হঢ় হঢ় করে দেওয়া ,কৃষ্ণ ঘন মেঘ ,
য়- য়াশে রাধা ," কোথা কৃষ্ণ "বোলে করে খেদ !
ৎ-তফাৎ না থাকো মূঢ় ,সদা জপ কৃষ্ণ নাম ,
ঃ- দুঃখ, কষ্ট দূর হবে ,পাবে মোক্ষধাম !
ং-হিংসা না কর কখনো ,বধ্ংস হয়ে যাবে ,
ঁ- চাঁদ বদনে বল সবাই , হরি হরিএবে !


                 *'*'*'*'*'*'*'*
-
০৮.০২.২০১২ , বিকেল- ৩:০০ ,
      বসন্তপুর