ওগো হরি, ত্রিপুরারি, দেবতা আমার,
কতরূপে হেরিতেছি তোমা বারেবার ।
জননী রূপে দাও তুমি স্তন ক্ষীরধার,
প্রেয়সী রূপেতে প্রেম, দাও উপহার ।
ভগিনী হইয়ে ধর স্নেহের আধার,
রসি ধর 'কন্যা' রূপে প্রসাদের বেড়ার ।
আয়ান ঘরনী যেগো, শ্রীমতি রাধার,
'কৃষ্ণ কালী' রূপ ধরে মান রাখ শ্রীরাধার ।
সতীত্ব রক্ষিলে তুমি বৃষভানু সূতার ,
ইষ্টরূপে দেখাদিলে জটীলা, কুটিলার ।
পাপী ত্বরাইতে তুমি, আস নদীয়াতে,
জন্ম নিলে মাতা শচীরাণীর গর্ভেতে ।
হরিরূপে আস তুমি, মথূরা পূরীতে,
'রাধা রাধা' নামে মত্ত প্রেম বিলাইতে ।
ত্রেতাতে করিলে তুমি রাবন নিধন  ,
"রাম" রূপ ধরে তারে দাও দরশন ।
"রামকৃষ্ণ" রূপে তুমি হয়ে অবতীর্ন,
হইয়ে "ঠাকুর অনুকূল", মহীকর ধন্য ।
কীকরে বর্নিব হরি মহিমা তোমার ,
কতরূপে আস তুমি, ধরাতে বারেবার ।
--------*--------
    ১৩.০৯.২০১১ বসন্তপুর,মঙ্গলবার