সোনা রোদ ঝিক্ ঝিক্ ,
পাখী ডাকে কিচ্ মিচ্ !
সোনালী ধানের 'পরে ,
সোনা রোদ ঝরে পড়ে !
এহেন ভোরের বেলা ,
রঙে রঙে হোলি খেলা !
শাল ,পিয়ালের শাখে শাখে ,
পাতার ফাঁকে দোয়েল ডাকে !
সোনা রোদ ঝিক্ মিক্ ,
বালু করে চিক্ চিক্ !
বাঁশ গাছ  হাওয়ায় দোলে ,
সূর্য্যি  লুকোচুরি  খেলে !
মেঘ করে গুরু গুরু ,
বুক করে দুরু দুরু !
কৃষ্ণ কালো মেঘের গায় ,
বিদ্যুৎ খেলে যায় !
পূব দিগন্তের পারে ,
রামধনু উঁকি মারে ,
পশ্চিমে অস্ত রবি ,
এ যেন নব রবির প্রতিচ্ছবি !


         ******