জন্ম নিয়ে মায়ের কোলে
             ডাগর হলে মানুষ হলে ,
মাতা পিতার রাজকুমারী
সেই মেয়েটাই বিয়ের পরে
                ছাড়বে পিতার বাড়ী ।


যাদের জন্য দেখলো মেয়ে
               পৃথিবীর এই আলো ,
তাদের ছেড়ে রাজকুমারী
                থাকে ভীষণ ভালো ।


সারাজীবন মেয়ে থাকে
             মা -বাবার প্রিয় অতি ,
সেই মেয়েটাই হবে  একদিন
                বাবার বাড়ীর অতিথী ।


ইচ্ছে হলেও দেখতে না পায়
                 নিজের মা -বাবাকে ,
মা-বাবাকেও দেখতে গেলে
                 সময় সুযোগ লাগে  ।


যেখানে তার জন্ম হলো
                  গড়লো তার জীবন ,
সেইখানেতেই বেড়াতে যায়
                  সময়  পায় যখন ।


মা- বাবা তার পর হয়ে যায়
                     পরই হয় আপন ,
সেইখানেতে থাকবে সুখে
                  ধরে সারাটি  জীবন ।


পরের ঘর তার নিজের ঘর হয়
                   নিজের ঘর হয় পর ,
এটাই হল জগৎ জুড়ে
                     গতানুগতিক নিয়ম  ।


ভগবানের লীলা  খেলার
               নয়কো ব্যাতিক্রম  !


×××××××××××××××××××××××××××
রাত্রি = ৮ : ৫০  মিনিট  ।
২৩ / ১১ /২২  বুধবার ।
কোলকাতা  ।