পাবনা জেলা ,হিমায়েৎপুর গ্রাম ,
জন্ম নিলেন মহাপুরুষ "অনুকূল "নাম !
পিতা তাঁর শিবচন্দ্র ,মাতা মনোমোহিনী ,
তিরিশে ভাদ্র ,মূলা নক্ষত্র ,তিথি তাল নবমী !
"রাধানামে"মাতাইতে প্রতি ঘরে ঘরে ,
"রাধানাম "বিলাইতে এলেন দেওঘরে !
মনোমোহিনী স্বপ্নে পেয়েছিলেন যে নাম ,
সেই নামে মাতোয়ারা হইল ধরাধাম !
স্বপ্নে পেয়েছিলেন মাতা "সৎগুরু "নাম ,
সৎ দীক্ষা সেই নামে লইল বিশ্বধাম !
মনোমোহিনী মাতা তাঁর , ষোড়শী বালা জায়া ,
ধরাধামে এলেন নেমে ধরে মানবী কায়া !
তুমি অনাথের নাথ ,তোমায় করি প্রণিপাত ,
জগতের পতি  তুমি ,মম হৃদয়ের নাথ !
ওহে পুরুষোত্তম ,মোর  হৃদয়ের   প্রিয়তম ,
নমঃ নমঃ প্রভু মম ,তুমি জগৎ প্রণম্য !
পতিত পাবন হরি তুমি জগৎ উদ্ধার ,
সদগুরু ,তারকব্রহ্ম ,তুমি প্রেম অবতার !
তোমাবিনে "জগৎস্বামী'' জগৎ অন্ধকার ,
কোথাযাব ,কোথাপাব ,দেখাগো তোমার !
লীলাময় "হরি "তোমার লীলা বোঝা ভার ,
চরণ তরী দিয়ে কর ,পাপী -তাপী উদ্ধার !
পুরুষ -পুথষোত্তম তুমি মম ,মনের সাধনা ,
হৃদয় দেবতা দেব ,প্রাণের আরাধনা !
নাম-গানে ,জপ -ধ্যানে ,হয় পূর্ণ মনস্কাম ,
তোমার চরণ পদ্মে ,কোটী কোটী প্রণাম !
সৎনাম ,সৎদীক্ষা,করি জয়গান ,
"তৎসৎ" নামে ডাকে  প্রেমের তুফান !
প্লাবন বহিয়া যায় তব নাম গানে ,
সদগুরু নাম নিয়ে ,গুরু ধ্যানে  জ্ঞানে  !
ভরিয়া বদন  গুরু নাম গানে ,
ভাসাইয়া দাও তরী ,প্রেমের প্লাবনে !
পরাণ ভরিয়া কর ,গুরু জপ ধ্যান ,
হৃদয়ে তুলি়য়া দাও ,"জয় গুরু নাম "!
প্রেমের আধার মোর পরম দয়াল ,
সৎনামে দীক্ষা দিয়ে করেন মাতাল !
যখন তিনি জন্ম নিলেন মনোমোহিনীর কোলে ,
গ্রামবাসী দৌড়ে আসে ,আগুন লাগলো বলে !
শিবচন্দ্রের কুটীরে সব ছুটিয়া আসিলে ,
কোল আলো করে এক শিশু হাসে ,খেলে !
জন্মকালে যত শিশু কেঁদে উঠে ভাই ,
হেসে হেসে উঠে শিশু ,বিপরীত দেখি তাই !
ধরা'পরে জন্ম  নিলেন "দয়াল অবতার " ,
পাপী -তাপী ,দুঃখ-কষ্ট ,করিতে উদ্ধার  !


                ********
০৪ /১০ /২০১১ ,মঙ্গলবার !
            বসন্তপুর