কাজলা বরন বাংলা মা'য়ের রূপ দেখেযা আয়রে আয় ,
মাঠে ,ঘাটে ,ঝোপে ,ঝাড়ে ,কাজলা মেয়ে যায় নেচে যায় !
দীঘির জলে ,শালুক নীলে ,পদ্ম ফুলে ঢেউখেলে যায় ,
সাগর ,নদীর ঢেউয়ে ঢেউয়ে ,ঝিলিক মেরে যায় !
মেঘের বরন চুল যে তাহার ,আকাশী রং শাড়ী ,
সৌদামিনী গজমতী হার ,লতার  নোলক তারি !
বাঁশের বনে ,ঝাউ বাগানে ,দস্যি মেয়ে খেলে বেড়ায়  ,
শিমুল ,পলাশ ,নদীর ঢেউয়ে ,কাশ ফুলেরি সাদায় সাদায় !
উত্তরেতে শীতের হাওয়ায় কাঁপন লাগে দাওয়ায় দাওয়ায় ,
বসন্তেরই  ফাগুনেতে ,মনের বনে আগুন ধরায়  !
শ্যামলা মেয়ের নীলাম্বরী ,ঝানী রঁএর ঘাঘরা তারি ,
মেঠো পথে ,ঘাটে ,মাঠে ,গান ধরেছে সুর বাহারি !
বসন্তে তার মনের রং গে  ,ফাগুনেতে আগুন লাগে ,
চৈতীফুলের , চাঁদনী রাতে ,সারারাতি জেগে থাকে !
বসন্তে সেই শ্যামলা মেয়ে ,বাসন্তী ঐ রঙ মাখিয়ে ,
নেচে বেড়ায় ধানের ক্ষেতে ,সেযেন এক মিষ্টি মেয়ে !
কত রঙের রঙ বাহারি ,কত ঢঙই ,ঢঙ তাহারি ,
চাঁদের জোছনা গায়ে মেখে ,তাহার সাথে করে আড়ি



                   ***********
বিকেল <৪:০০ টা > ,বসন্তপুর
০৯ /১১ /২০১১ ,বুধবার