কোথায় ছিলাম , কোথায় যাব,এলাম আবার কোথায় ?
জানিনা কি লেখা ভাগ্যে, কি লিখেছে বিধাতায়  !
গ্রাম হ'তে গ্রাম, গ্রামান্তরে ,দেশ হ'তে দেশ, দেশান্তরে,.
এপার থেকে ওপারে, হেথা হোথা আসি ধীরে ধীরে !
মানুষের সাথে মানুষ যখন হয় চোখা চোখী ,
সভ্যতা খোলষের আড়ালে জন্তু , করে রোখা রোখী !
বাসে, ট্রামে, ট্রেনে, টেক্সি ,অটো ও রিক্সায় ,
যেদিকে  তাকাও , পিঁপড়ের মত মানুষ লাইন লাগায় !
বিবর্তনের পথে মানুষ সভ্যতার আড়ালে ,
স্বার্থান্বেষী সভ্য মানুষ নিজেকে হারালে !
কামনা ,বাসনা ,স্বার্থ ,চরিতার্থ লাগি ,
জ্ঞানপাপী নরঘাতক, নিয়ত থাকে জাগি !
মা-বাবা ,ভাই-বোন, কে কার ; আরও অর্থ  চাই ,
বিষয় - বৈষম্য লাগি ,হানে ভাই-ভাই !
স্থানে স্থানে ,কালে কালে, যত দেখা হায় ,
ক্ষন যায়, দিন যায় , বছর ,যুগ যায় ,
মেকি সভ্যতার ঘূর্ণিপাকে , সবে খাবি খায় !


            
               °°°°°°°°°°°°°°°°


             ২০.০৯.২০১১ বৃহস্পতি
                 বসন্তপুর  :