( বহু বছর ধরে  ' মা মহামায়া ' পূজিত হয়ে আসছেন এখানে,শোনা  
যায় ইনি খুব জাগ্রত দেবী | )
        
        মনের আশা পুরিয়ে দে মা,ওমা তারা,
       তুই মাগো!মহামা়া,মহেশ্বরী,ভবদ্বারা |
       সন্তানেরি মনের ব্যথা,বুঝে নে মা দুঃখহরা,
      দুঃখে আমি থাকি সদাই,দুঃখ ঘুচায়ে দে মা ত্বরা ¡
       মম অন্তর জুড়ে যে ধন, দিয়েছিস মোরে,
      সে ধনে তুই আদর করে,রাখিস তাদের সদাই ঘিরে ¡
         আমি যদি ভুল করি ,মা তোর কাছে,
         সে ভুলেরি বিচার কর মা,যা করার আছে ¡
        শুধু সন্তানেরি ধূলো ঝেড়ে,বুকে ধরে রাখিস তারে ¡
        মাগো ! করিস করুণা ওদের,দয়াময়ী দয়াকরে ¡
          তাই আমি আজ ভিক্ষারী, তোর দুয়ারে এসেছি মা,
          তুই ভরিয়ে দে মা দু'হাত আমার,খালি হাতে ফিরাসনে মা ¡
    
        
                        ±±±±±±±±±±±±±±
    
      ২৬.০৩.২০১৭ রবিবার
    ১২:৪৩ দূপুর,মহামায়া মন্দির, কর্ণগড় .