মেঘের কালোয় চুল ছড়িয়ে
                        নীল আঁচল জড়িয়ে গায় ,
ভোরের আলোর ওড়না খানি
                          সবুজ রঙের ঘোমটা মাথায় !
তারার মালা খোঁপায় গুঁজে ,
                            শ্যামলা মেয়ে বেড়ায় নেচে ,
গলাতে তার সাতনরী হার
           ঢেউ'র তালে তাল মিলিয়ে ,হাতে যে তার কাঙ্কন বাজে !
শিউলি ফুলে ছোপা শাড়ী ,
              শাপলা ,শালুক জামা যে গায় ,
একফালি চাঁদ নাকের নোলক ,
                  ঝুমকো জবার দুল দুলায় !
কপোলে টিপ ভোরের ভানু ,
                        সিঁথিতে রাঙায় রামধনু ,
মাঠে মাঠে বেড়ায় ঘুরে ,
                      বাঁশের বনে বাজায় বেনু !
ধানের ক্ষেতে  হাওয়ায়  দোলে ,
                     কাশের বনে দোল দোলায় ,
নদীর ঢেউএর তালে তালে ,
                        গন্ধে ভরে রজনী গন্ধায় !
গায়ে গায়ে পরাগ রেনু ,
                        পদ্ম , গোলাপ প্রেমের  জুটি ,
কুন্দফুলে গেঁথে মালা,
                      হাওয়ায়  হাওয়ায় ছুটোছুটি  !
বেনুর বনে শন শন শন   ,
                        বাদ্যি বাজে ছন ছন ছন   ,
পলাশ রঙে ঠোঁট রাঙিয়ে ,
                          আঁচলে বিদ্যুৎ চমকায়  !


                    ********


১৭.১০.২০১১ , সোমবার !