ভরতি হতেও শূন্য ভালো যদি ভরতে যায় ,
সামনে থেকেও পেছনে ভালো যদি ডাকে মায়।


সময় বইয়ে যায় না থামে কখনো,
সময়ের মূল্য যে না দেয় ভুগে আজীবন ।


সৎ সঙ্গ সৎ শিক্ষা শিখায় অনুক্ষণ ,
অসৎ সঙ্গে পদে পদে টেনে আনে মরণ ।


আঘাত পেলে নিরাময় হয় ক্ষত ঔষধ ইনজ্যাকশনে ,
অপমানিত ব্যাক্তি অপমান ভুলেনা কোনদিনে ।


খালি কলসির শব্দ বেশী ভরা কলসি বাজেনা ,
বদগুন  ব্যাক্তিদের কেউ দেখতে পারেনা  ।


দেখিতে শিমূল ফুল অতীব সুন্দর ,
গন্ধ নাই বলে কেহ করেনা আদর  ।


রাজায় রাজায়  দ্বন্ব হয় ,
নল খাগড়ার প্রাণ  যায়  ।


উই আর ইঁদুরের দেখ ব্যাবহার যা' পায় তাই কাটে
                                          করে ছারখার ,
সূঁচের সুগুন দেখ নয়ন ভরে ছেঁড়া বাস জোড়া দেয়
                                            সেলাই করে ।


    ××××××××××××××××××××××××××××××
বিকাল - ৩ :৫০ মিনিট ।।
২৯ /০৫ /২২ রবিবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।