ও দয়াল আমার আর নালিশের কেহ নাই ,
আমার নাইকো মাতা নাইকো পিতা নাইকো গুনের ভাই ।
মায়ের মতো দরদি বল কোথায় গেলে পাই ,
কার কাছে যে নালিশ জানাই এমনতো কেউ নাই ।
তুমি আমায় জনম দিলে ভবের মাঝারে  ,
একা ফেলে চলে গেলো মা যে আমারে ।
চারিধারে মাকে ডাকি মা সাড়া না দেয় আমারে ,
হেথা হোথা খুঁজে বেড়াই দেখতে না পাই মাকেরে ।
ভবের খেলা শেষে দয়াল দেখা যেন  তোমার পাই ,
তুমি ওগো দয়াল প্রভু তোমার চরণেতে দিও ঠাঁই ।
দয়াল তুমি বিনে এমন বান্ধব আর তো কেহ নাই ,
হাসি কান্না সুখ যাতনা তাইতো  তোমায় জানাই ।
তুমি আমার প্রাণের সখা দেখা প্রভু দিও আমায় ,
কাঙাল আমি তাইতো আমি মনের কথা বলি সদাই ।
ভবেরি কান্ডারী হরি খেয়া দাওহে পারের তরী ,
পার কর হে আমায় হরি নাইহে আমার খেয়ার কড়ি ।


     ***********************