মনের ঘরে মনটা আমার চুরি করেছে ,
সিঁদেল চোরে চুরি করে সবই নিয়েছে ।
মনের মাঝে যত হীরে মাণিক লুট করে নিলো ,
শূন্য মনে এবার আমি কি নিয়ে থাকি বলো ।


মনের মাঝে ছিলো আমার রত্ন সিংহাসন ,
সে সব রত্ন চুরি করে করলো মন হরণ ।
বাঁকা ভঙ্গী কালো বরন করলো আমার মনটি হরণ ,
তার রূপে আমার হলো মরণ কী করি আমি এখন ।


চোখের জলে ভাসি আমি মন হলো উদাসী ,
মনের  মাঝে সদাই ভাসে সেই কালো শশী ।
আদৌ নয় চোরটি ভালো মনের মাঝে প্রেম জাগালো ,
মনটা চুরি করে নিয়ে আমায় ভীক্ষারি বানালো ।


মনের ঘরে ডুকে সে যে করলো ডাকাতি ,
মনটা নিয়ে খেলছে আমার করে খুনসুটি ।
কপট নাগর শ্যাম নটবর চোরের চূড়ামণি ,
যত গোপিনীর মন চুরি করে খেলে নীলমণি ।


দেখে তোর কলো বরণ হলো যে আমার মরণ ,
তুই করলি যে মনটা হরণ নিরুপায় আমি এখন ।


   ××××××××××××××××××××××××××××
বিকাল - ৪ : ০০ টা ।
৩০/ ১২ / ২২ শুক্রবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর  ।