১৯৫২ সাল ২১ শে ফেব্রুয়ারী -
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র 'মাতৃভাষা 'আন্দোলনকারী ।
সেই ছাত্র -  জব্বার ,শফিউর,রহমান ,
বরকত,রফিকউদ্দিন আর সালাম ।

মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করার দবিতে আন্দোলন ,
পুলিশের হাতে গুলিতে করেন তাঁরা মৃত্যুকে বরন ।
সেই হইতে আমরা ২১ শে ফেব্রুয়ারী ,
"আন্তর্জাতিক ভাষা দিবস " পালন করি ।


কত  শহীদের রক্তে রাঙিল ২১ শে ফেব্রুয়ারী ,
রাষ্ট্রীয় ভাষার পেলো সীকৃতি তাই কি ভুলিতে পারি ?
কত বোন হারালো ভাই স্ত্রীরা হারালো স্বামী ,
কত জননীর কোল খালি হয়ে কাঁদে দিবস যামিনী ।


রক্তক্ষয়ী আন্দোলনে পেলো মোদের ভাষা সীকৃতি ,
তাইতো আমরা স্মৃতিপটে এঁকেছি সেই স্মৃতি ।
বাংলাভাষা মোদের ভাষা বাংলা ভাষা মাতৃভাষা ,
স্বর্নাক্ষরে লেখা থাক ইতিহাসে মোদের বাংলাভাষা ।


       ××××××××××××××××××××××××
বিকাল - ৪ : ৪৭ মিনিট ।
২০ / ০২ / ২৩ সোমবার ।
রবীন্দ্রনগর = মেদিনীপুর ।