মানব জনম নয় শুধু আরাম বিরাম তরে ,
কর্তব্যময় এ জীবন নয় ভোগ বিলাস করে!
যখন তুমি জন্ম নিলে জননী উদরে ,
কতনা যন্ত্রনা সে মা জন্ম দিলেন তোমারে!
ভুমিষ্ট হয়ে যবে কাঁদলে লালজলে কাতরে
তখন মাতা স্নেহাঞ্চলে মুছে বুকে তুলেন
তোমারে !
বক্ষেতে অমৃত সুধা ছিল মা'র যতটুকু বুকে
মাতৃক্রোড়ে অমৃত পানে দিনে দিনে বাড়ি সুখে !
শৈশবেতে খেলা ধুলার ছিল কতইনা আয়োজন ,
কর্তব্য দায়িত্ত্ব কিছুরই নাহি ছিল প্রয়োজন!
দিনে দিনে যখন কৈশোরে হইলাম উপনীত,
শিক্ষা দীক্ষা কর্তব্য ময় জীবন তখন হইল সমর্পিত !
যৌবনে সংসার ধর্ম গ্রহণ করে আসে গার্হস্থ্য  ধর্ম পালন ,
পরিবার পুত্র কন্যা মাতা পিতার আত্মীয় স্বজনের দায়িত্ব গ্রহণ !
সমাজ প্রতিবেশী পরিজনের প্রতি কর্তব্য নয় কিছু কম ,
জীবন যতদিন ততদিন কর্তব্য দায়িত্ব কর পালন !
মাতা পিত স্ত্রী পুত্র কন্যা স্বজনের প্রতি কর্তব্য সদাই ,
সফল মনুষ্য জনম হবে ভবে এসে তোমার
ভাই !


        ****************
সকাল - ৯ : ৩০ মিনিট !
১৪ / ০৭ /২৩ শনিবার !
কনকর্ড = আমেরিকা (ইউ ,এস ,এ ,)