'        তুমিতো  সুন্দর বলে পৃথিবী সুন্দর,
         শস্য শ্যামলিমা ,যেন শ্যাম কলেবর
         আকাশ মিশেছে তাই নীল নীলিমায়,
         ধরা'পর  মৃদু মন্দ সমীরণ বয় ।
         'ভ্রূণ' যথা জাগি রহে জননী জঠরে,
         দানিয়াছ খাদ্য তারে স্তন ক্ষীরধারে ।
         পুর্ব দীগন্তে ভানু ,পোহালো রজনী ,
         জোছনায় ভোরে যায় সুশীলা ধরণী ।
         রোদসোনা অঞ্চলে মুখঢাকে বসুন্ধরা ,
         সোনা ,সবুজে, কত কারুকার্য্য করা ।
         নদীতটে আছাড়িয়া পডে হিল্লোল ,
         সমুদের ঢেউযে ঢেউযে লাগে কল্লোল ।
        লতা গুল্ম বৃক্ষমধ্যে প্রাণের সঞ্চার,
        কেহ না বুঝিতে নারে "মহিমা '' তোমার।
        ভালোবাসো বলে তুমি ভালোবাসি তাই ,
        অপার করুণা তব, বুঝিবারে পাই ।
        -------------*-------------